সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের নব প্রতিষ্টিত আধুনীক শিক্ষা প্রতিষ্টান পাহাড়িকা মডেল একাডেমীর উদ্দ্যোগে ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল থেকে পাহাড়তলীস্থ স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও ভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পাহাড়িকা মডেল একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ও ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ। এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ রফিক,সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবুল,একাডেমীর তত্বাবধায়ক মো: জহিরুল ইসলাম,অর্থ সম্পাদক ইমরান ফারুক অনিক, পরিচালনা কমিটির সদস্য মো: শেখ সেলিম,রাশেদুল হক,মাহাবুবুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কান্তি দাশ। এ সময় বক্তারা মহান ভাষা দিবসের মান সম্মুন্নত রাখতে শিক্ষার্থী সহ সকল নাগরিকদের আহবান জানান। একই সাথে সর্বত্র বাংলা ভাষার আরো চর্চা এবং অফিস আদালতেও বাংলা ভাষা চর্চা বাড়ানোর আহবান জানান। এতে এরা উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাসনোভা তানজুম,হালিমা নাসরিন অভিভাবক জসিম উদ্দিন। এতে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আফিফা আক্তার লিজা,২য় স্থান অর্জন করেছে মোহাম্মদ ইরফান,৩য় নুরুল আজিম,৩য় তাহমিনা আক্তার ঝর্না। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে মো: ইরফান,২য় রবিউল আলম,৩য় নাঈমা সিকদার,৩য় ফরিদা ইয়াছমিন সহ সবাইকে পুরস্কৃত করা হয়।