আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াঁদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লুকায়িত অবস্থায় ৭০ বস্তা মদ (গ্রান্ড রয়েল হুইস্কি) ও বিয়ারের চালান জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কেয়া বনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা গুলো তল্লাশী করে ৮৩২বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল হুইস্কি) ও ২হাজার ৫২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
তিনি আরো জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।