আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয় এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলি ও চোলাই মদসহ আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশী তৈরি এলজি ও এক রাউন্ড গুলি ও এক লিটার মদ জব্দ করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় বাসিন্দা লেদার এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ মজিবুর রহমান প্রকাশ মিজানুর (২৫)
কে এক লিটার চোলাই মদসহ আটক করে।
পরবর্তীতে আটককৃত মজিবুর রহমান প্রকাশ মিজানুর স্বীকারোক্তিমতে নয়াপাড়া ক্যাম্পের নুরালী পাড়া এলাকার সন্ত্রাসী ইমাম হোসেনের বসত-ঘরের ঘেড়ার পাশ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য আটককৃত মজিবুর রহমান মিজানুর ডাকাত খালেক গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
আটকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।