প্রেস বিজ্ঞপ্তি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন, জেলা সাংস্কৃতিক কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সপ্তাহব্যাপী ভাষা ও সংস্কৃতি উৎসবের ৩য় দিন সন্ধ্যায় কক্সবাজারের নির্বাচিত কবিদের স্বরচিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবি মং এ খেন মংমং। শহিদ দৌলত ময়দানে কবি মাস্টার শাহ আলমের পুঁথি পাঠের মাধ্যমে শুরু হওয়া স্বরচিত কবিতা পাঠের আসরে অংশ নেন, কবি আদিল চৌধুরী, কবি অজিত দাশ, কবি সিরাজুল হক সিরাজ,কবি নাছির উদ্দিন,কবি মং এ খেন মংমং, কবি আহসানুল হক, কবি শামীম আকতার, কবি শহিদুল শ্যানন, কবি নিলয় রফিক, কবি জোসনা ইকবাল, কবি ঋতিল মনিষা, কবি আকলিমা আঁখি, কবি শেখ সালেহ আহমেদ শাকিল।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি শামীম আকতার।