মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ২ দিনের সফরে আজ শনিবার ২৬ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন বেলা আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রতিমন্ত্রী কক্সবাজার শেখ কামাল ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম এর ডিপিপি প্রণয়নের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করবেন।

রোববার ২৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে কক্সবাজার শেখ কামাল ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের বিষয়ে অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। একইদিন বিকেল ৩ টায় লাবনী বিচ পয়েন্টে তিনি শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৫ এবং শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালিকা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। রোববার বিকেল সাড়ে ৪ টা প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু নাছের ভুইয়া প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।