এম.এ আজিজ রাসেল:
রূপ পাল্টাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। অনেক প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামটি গড়ে উঠলেও নানা জটিলতায় পরিপূর্ণতা পায়নি। এতে হতাশ জেলাবাসী। তবে নতুন করে স্বপ্ন বুনছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার কক্সবাজারে আন্তর্জাতিক শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে। মার্চের মধ্যে ডিপিপি প্রণয়ন করে অনুমোদনের জন্য একনেকে এপ্রিলের মধ্যে পাঠানো হবে। একনেক থেকে অনুমোদন পেলে টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হবে। রোববার (২৭ ফেব্রুয়ারী) এ নিয়ে বিশিষ্টজনদের নিয়ে একটি মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। সভা থেকে গ্রহণ করা হবে নানা সুপারিশমালা।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে প্রকল্পের কার্যক্রম ও প্ল্যান পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হচ্ছে। এখানে ক্রিকেট, ফুটবল ও হকি স্টেডিয়াম থাকবে। আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নাম পরিবর্তন করে আন্তর্জাতিক শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নামকরণ করা হবে।

তিনি আরও বলেন, এটি করতে বিসিবির সাথে কোন দ্বন্দ্ব নেই। আসলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য এটি উপযোগী নয়। বর্তমানে নতুন করে সাম্পানের আদলে নান্দনিক ডিজাইন করা হয়েছে। উপর থেকে দেখলে মনে হবে একটি দৃষ্টিনন্দন সাম্পান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ—সভাপতি অরূপ বড়–য়া অপু, ক্রিকেট সম্পাদক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

জানা যায়, কক্সবাজার জেলে পার্ক ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ২০১৩ সালের ডিসেম্বরে তৈরি হওয়ার পর ২০১৪ সালের মার্চে মেয়েদের ক্রিকেট দিয়ে এ মাঠের যাত্রা শুরু। তবে আসল কথা এ ভেন্যু নিয়ে এখন বিসিবির পরিকল্পনায় আর নেই। কারণ স্টেডিয়ামের আধা কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আর এ বিমানবন্দরের রানওয়ে পাশেই অবস্থিত এ স্টেডিয়াম। ফলে স্টেডিয়ামে ফ্লাড লাইট ব্যবহার সম্ভব হচ্ছে না। এমনকি উঁচু গ্যালারি নির্মাণও সম্ভব নয়। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নাম পরিবর্তন করে আন্তর্জাতিক শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নামকরণ করছে। এক কমপ্লেক্সে এসেই মানুষ উপভোগ করতে পারবে ক্রিকেট, হকি ও ফুটবল ম্যাচ।

তবুও জেলাবাসীর আক্ষেপ থেকে যায় দেশের পর্যটন এই রাজধানীতে কি একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হবে না?