মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শেখ রাসেল স্টেডিয়াম একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম। এখানে অনেকে নিয়মিত ফুটবল খেলা করে আচ্ছে। এই স্টেডিয়াম থেকে অনেক কৃতি ও গুনী খেলোয়াড়োর জন্ম হয়েছে। দেশি-বিদেশি বিখ্যাত খেলোয়াড়েরা এই স্টেডিয়ামে খেলেছেন। এ স্টেডিয়াম উন্নয়ন করা জরুরী। তাই শেখ রাসেল স্টেডিয়াম আন্তর্জাতিকমানের স্টেডিয়াম করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ১ মার্চ দুপুর দেড় টার দিকে রশিদ আহমদ কলেজের শেখ রাসেল স্টেডিয়াম পরিদর্শন করার সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন একথা বলেন।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের তালিকায় আছে ঈদগাঁওয়ের রশিদ আহমেদ কলেজের শেখ রাসেল স্টেডিয়াম। চলতি অর্থবছরেই এই স্টেডিয়াম আন্তর্জাতিকমানের কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
তিনি আরও জানান, আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরি করতে অনেক ধরনের সমীক্ষা চালাতে হয়, সেটি করা হবে। এজন্য হয়তো ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। যেহেতু এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে রয়েছে- সেজন্য চলতি অর্থবছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু করার চেষ্টা থাকবে।অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হলে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা মিল্টন রায়, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জিল্লুর রহমান,উপজেলা সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, ঈদগাঁও ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবদুল করিম।আবদুস সালাম বিপিএড,আবদুল মজিদ বিপি এড,হারুনুর রশিদ বিপিএড প্রমুখ।