সাজন বড়ুয়া সাজু:

সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম( সিইএইচআরডিএফ) এর উদ্যোগে আলোচনা সভা আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস উপলক্ষে ৩রা মার্চ অনলাইন জুমে অনুষ্ঠিত হয়েছে।

সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও তৃণমূল ডিভিশনের সমন্বয়ক রুহুল আমিনে’র সঞ্চালনায় ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা পরিবেশে বন্যপ্রাণীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলেন। বক্তারা বলেন,বন্যপ্রাণী যে হারে বিলুপ্ত হতে চলেছে এভাবে চলতে থাকলে তবে অদূর ভবিষ্যতে জীববৈচিত্র্যে ও প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটবে।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর বিশেষ গুরুত্ব রয়েছে।তিনি আরও বলেন,বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সরকারের যে সমস্ত দায়িত্বশীল মন্ত্রণালয় ও অধিদপ্তর গুলো রয়েছে তাদের আরও বেশি তৎপর ভূমিকা রাখার আহবান রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় ডিভিশনের সহকারী প্রধান আব্দুল মান্নান রানা।

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ মোহাম্মদ শুভ,আবু সালেহ,আব্দুল্লাহ আল মুবিন,নুরুল বশর,সায়মন হক হৃদয়,উম্মে হাবিবা শিরু, তাহিনু মিশ,তাবাচ্ছুম তামান্না, ইফতেখার, জাহেদুল ইসলাম,জায়েদ ইকবাল রাকিব,মনিরুল হক, নাজিয়া সুলতানা, সাহাব উদ্দিন সাহাব,মোবারক হোছাইন,মিজান উদ্দিন, ফানাপিলা আকিব,অংস্লা মার্মা প্রমূখ।