অলাইন ডেস্ক: পরিচয় গোপন করে বাংলাদেশে ভিসার জন্য আবেদন করেছিলেন বলিউড তারকা সানি লিওন। কিন্তু পরিচয় গোপন করায় তার ভিসা বাতিল করে দিয়েছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভিসা আবেদনে সানি লিওন নিজের যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় গোপন করায় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তি ও মানবাধিকারবিষয়ক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ভারতীয় দশজন তারকা ভিসার আবেদন করেছিলেন। পরে যাচাই-বাছাইয়ে সানি লিওনের পরিচয় প্রকাশ পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সুপারিশ করে।

এর আগে গত ৯ মার্চ সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেয়ার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।

এদিকে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসবে ৪০টি দেশের ১৪০টি চলচ্চিত্র দেখানো হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিদিন চারটি সিনেমা দেখানোর পাশাপাশি অনলাইনেও দেখানো হবে এসব চলচ্চিত্র।