বার্তা পরিবেশক:

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন,আজকের শিশু আগামি দিনের বাংলাদেশ। আজকের শিশুদের হাতে আসবে আগামির নেতৃত্ব। তাই বর্তমান শিশুদের আগামির জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। এ দায়িত্ব শুধু রাস্ট্র বা সরকারের নয়, পরিবার ও সমাজেরও দায়িত্বও রয়েছে। তিনি শিশুদের প্রয়োজনে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিশুদের অধিকার বাস্তবায়ন ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে কক্সবাজারে ঝিনুকমালা খেলাঘর আসর প্রশংসনীয় কাজ করছেন। এভাবে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে শিশুদের বিশে^র যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি ১১ মার্চ বিকালে জেলার শ্রেষ্ঠ জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসর আয়োজিত শিশু সমাবেশে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভি। ঝিনুকমালার সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপুর পরিচালনায় অনুষ্ঠিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন সুবিমল পাল পান্না।

তার আগে সকালে ঝিনুকমালা খেলাঘর আসরের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব এম জসিম উদ্দিন, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডা: চন্দন কান্তি দাশ, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মৃনাল বড়–য়া, জেলা খেলাঘরের সহ সভাপতি উৎপলা বড়–য়া, বেবি বড়–য়া, মিনা মল্লিক । সাংবাদিক দীপক শর্মা দীপুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বিশ^জিত পাল বিশু। দুই শতাধিক শিশু ও চার শতাধিক কর্মকর্তা, অভিভাবক, শুভ্যানুধ্যায়ীদের অংশগ্রহণে ঝাঁকজমকভাবে সম্মেলনের জমকালো আয়োজন সম্পন্ন হয়। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কক্সাবজার জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিনকে সভাপতি, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভি, শিক্ষক উম্মে খালেদা খানম রুবি, শিক্ষক পরেশ কান্তি দে, কবি শামিম আকতার ও সাংবাদিক দীপক শর্মা দীপুকে সহভাপতি, আবছার উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আসিফ সাইফুল আবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট ঝিনুকমালা খেলাঘর আসরের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।