সাজন বড়ুয়া সাজু:

গত ১৫ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে নদী দূষণ ও দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা করেন পরিবেশ, মানবাধিকার, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “সেন্টার ফর এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম” (সিইএইচআরডিএফ)।
সিইএইচআরডিএফ কুতুবদিয়া এরিয়া প্রতিনিধি মোঃ আবু সালেহ’র সঞ্চালনায় ও তৃনমুল ডিভিশনের সহকারী প্রধান সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও বর্তমানে বাংলাদেশে নদীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।এর পিছনে অন্যতম কারণ হলো নদীর অবৈধ দখল, অপরিকল্পিত হারে পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার,পাহাড় কাটা ও সংশ্লিষ্ট এজেন্সির জবাবদিহিতার অভাব। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী এই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন অথচ সেই নদী রক্ষার যথাযথ ব্যবস্থা বাংলাদেশ সরকার এখনো নিশ্চিত করতে পারে নাই। নদীকে জীবন্ত সত্বা হিসেবে হাইকোর্টের ঘোষণা থাকলেও তার তোয়াক্কা করছে না নদীখেকোরা। এছাড়াও তিনি সাধারণ মানুষের সচেতন ও সোচ্চার হওয়ার আহবান জানান।
এতে আরো বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ স্পেশাল ডিভিশনের ফোকাল জিহাদুল ইসলাম, সিইএইচআরডিএফ কক্সবাজার সদর পশ্চিম ফোরামের নির্বাহী সদস্য আনাস ইবনে শামসু, সিইএইচআরডিএফ বড় মহেশখালী ফোরামের সদস্য আতিকুল ইসলাম। উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় সিইএইচআরডিএফ এর বিভিন্ন ফোরামের এক্টিভিস্ট ও স্থানীয় তরুণ ছাত্ররা উপস্থিত ছিলেন।