মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সড়কের ক্লিনিক্যাল ল্যাবরটরী নতুন শেভরন ভবনের সত্ত্বাধিকারী, কক্সবাজার সদর উপজেলার খরুস্কুল ফকিরা পাড়া নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু তাহেরের সহধর্মিণী লায়লা বেগম এর নামাজে জানাজা সোমবার ২১ মার্চ সকাল ১০ টায় খুরুস্কুল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় খুরুস্কুল ফকির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন ইমামতি করেন।

মরহুমার জামাতা, ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক এম. জাহেদ উল্লাহ জাহেদ সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জানাজার পূর্বে খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক সফল চেয়ারম্যান, মরহুমার দেবর আমানুল হক আমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যাপক মুসল্লী অংশ নেন। লায়লা বেগম এর নামাজে জানাজা শেষে খুরুস্কুল ফকির পাড়া পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, রোববার ২০ মার্চ সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লায়লা বেগম (৫৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুমা লায়লা বেগম বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

মরহুমা লায়লা বেগম খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান, মরহুম আবু সুলতান নাগু কোম্পানী, নজমুল হক লেড়ু কোম্পানির ভাবী এবং মৃত হাজী কবির আহমদ, মৃত সোনা মেহের এর কন্যা। কক্সবাজার সিটি কলেজ, খুরুস্কুল উচ্চ বিদ্যালয় সহ খুরুস্কুলের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও কল্যানকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুনবতী নারী লায়লা বেগম তার স্বামী হাজী আবু তাহের ও পরিবারের সদস্যদের সবসময় প্রেরণা যুগিয়েছেন।