আবু সায়েম:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জে বনবিভাগের কর্মকর্তাদের প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৮১ টি সাদা বক নতুন জীবন পেয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের কুতুপালং বিলে দুষ্কৃতকারী সাদা বক পাচার করার সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৭ টি সাদা বক উদ্ধার করতে সক্ষম হয়।অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত ৭৭ টি সাদা বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।
অপরদিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম থাইনখালী এলাকায় ভিজিটে যাওয়ার সময় বালুখালীর ঢালা এাকায় রোহিঙ্গা যুবকের হাতে ৬ টি সাদা বক দেখতে পেয়ে গাড়ি থামাতে বললে পাচারকারী রোহিঙ্গা যুবক বকগুলো রেখে পালিয়ে যায়।
পরে বকগুলো উদ্ধার করে রেঞ্জ অফিসের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
১৭ ই অক্টোবর ( রোববার) উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীনের উপস্থিতিতে উদ্ধারকৃত ৭৭ টি সাদা বক উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট অফিসার সহ স্টাফগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়াসহ যেসব এলাকায় যারা পশুপাখি শিকার করে ঐসব পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখলকারী,বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমিসহ সরকারি সম্পদ রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য যে,এখন পর্যন্ত উখিয়া রেঞ্জে বনকর্মকর্তাদের প্রচেষ্টায় সর্বমোট ১৮১ টি সাদা বক দুষ্কৃতকারীদের নিকট উদ্ধারপূর্বক প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।