শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি :

কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউপি সদস্য এবং সাবেক ছাত্র নেতা সুজন সিকদারকে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) আলী আকবর ডেইল ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব দায়িত্ব প্রদান করেন।

আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে সভাপতি সুজন সিকদার বলেন, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়ার্ড আ.লীগকে ইউনিয়নের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে মিলেমিশে দল পরিচালনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্টা থাকবে।