সংবাদ বিজ্ঞপ্তি:
সরকারের অনিয়ম-দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত মানববন্ধন পালন করবে কক্সবাজার জেলা জাতীয় পার্টি। এর অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সরকার ও সরকারি দলের নেতারা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করে দিচ্ছেন। এই কারণে দেশের সংকট তৈরি হয়েছে। যার ফলে লাগামহীন হয়ে পড়েছে দ্রব্যমূল্য।
এতে দেশের নিম্নভিত্ত ও মধ্যভিত্ত মানুষের কষ্টের শেষ নেই। এর প্রতিবাদে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি কেন্দ্রসহ সারাদেশে একযোগে মানববন্ধনের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে কক্সবাজারেও বড় পরিসরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনের জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে শামিল হতে আহŸান জানিয়েছেন মুফিজুর রহমান।