এম.এ আজিজ রাসেল :
টানা তিনদিন রাজধানী ঢাকায় সহধর্মিণীর চিকিৎসা শেষে কক্সবাজারে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছলে বিমানবন্দরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হন পৌর পিতা।

এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ পৌর মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ইউনুস বাঙালি, বদরুল হাসান মিলকী, খোরশেদ আলম কুতুবী, মিজানুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহামুদুল করিম মাদু, যুগ্ম-আহবায়ক টিপু সুলতান, এড.সৈয়দ মোঃ রেজাউর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ও পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক কাউন্সিলর শাহেনা আকতার পাখিসহ শহরের বিভিন্ন সমাজ কমিটির নেতৃবৃন্দ।

এর আগে প্রিয় নেতার কক্সবাজার আসার খবর পেয়ে বিমানবন্দর ভীড় করেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মুখে ফুটে উঠে “মুজিব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”। এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল বিমানবন্দরসহ তাঁর আশপাশের জনপদ।