প্রেস বিজ্ঞপ্তি :

বিশ্ব আবহাওয়া দিবস-২২ উপলক্ষে ২৩ মার্চ  কক্সবাজার  আবহাওয়া কার্যালয়ের অফিস প্রধান  মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় আবহাওয়া দিবস-২২ এর প্রতিপাদ্য বিষয় “ Early Warning and Early Action”। আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন  শাহাদাত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার বিমান বন্দর এর ব্যবস্থাপক  গোলাম মোর্তাজা হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাডার স্টেশন এর অফিস প্রধান  মোঃ শাহ আলম, আরো বক্তব্য রাখেন মোঃ আলমগীর, দুলাল চন্দ্র দাশ, আবু তাহের, মুজিবুল হক, আবদুল মাবুদ, জাহাঙ্গির আলম, কমল কান্তি পাল, মুবিন কুতুবী, সালমা খাতুন ও রীনা পাল প্রমুখ।

বিশ্ব আবহাওয়া দিবস-২২ এর প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তাগণ বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দূর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের সহযোগিতায় সারা দেশে ২০০টি উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন, ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র ও ৩৫ টি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা (AWS) স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকারের এ সকল প্রকল্পগুলোর উদ্দেশ্য হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দক্ষতা বৃদ্ধি করে আবহাওয়া সংক্রান্ত সেবার মান উন্নত করা এর ফলে আগামীতে আমাদের ভবিষ্যৎ পরিবেশ বান্ধব, সুষ্ট, সুন্দর ও নিরাপদ হবে বলে আমরা আশা করি।