এম.এ আজিজ রাসেল
বহুল প্রতিক্ষিত কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উন্মুক্ত মাঠে সম্মেলন ও কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ—প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। ইতোমধ্যে সম্মেলন ও কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে সম্মেলন স্থলসহ আশপাশের এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল রূপে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে আছেন সাবেক সাংসদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর—রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী—কুতুবদিয়া আসনে সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রাশেদ, মাহবুবুর রহমান ও নাজনীন সারোয়ার কাবেরী।

সম্মেলনে সভাপতিত্ব করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সঞ্চালনা করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ২৯২ জন কাউন্সিলর একটি পরিচ্ছন্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। তাঁরা যাকে চাইবেন তাঁরাই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে।

এদিকে পৌর আওয়ামী লীগের নতুন নেতৃত্বে সভাপতির পদে বর্তমান সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের নাম শুনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক উজ্জ্বল কর, বর্তমান সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সেতু, ও দীপক দাশ প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

পৌর আওয়ামী লীগের ১২ নং ওয়ার্ডের সভাপতি শাহেদ আলী জানিয়েছেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ একটি গুরুত্বপুর্ণ ইউনিট। প্রতিটি আন্দোলন সংগ্রামে সদা তৎপর পৌর আওয়ামী লীগ। কোন ভুল বুঝাবুঝি নেই, দ্বন্দ্ব নেই। ১২টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে। তাই আমরা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করতে চাই।

এদিকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অধ্যাপক জাফর আলম বলেন, সংগঠনের জন্য কক্সবাজার পৌর আওয়ামী লীগের গুরুত্ব অপরিসীম। এতে কাউন্সিলরদের মতামতের বিষয়টি পাওয়াই সংগঠনের জন্য উত্তমপন্থা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগ একটি সুশৃংখল সংগঠন। যার ফলে সম্মেলন ও কাউন্সিল উৎসব মুখর হওয়াই স্বাভাবিক। আশাকরি সুষ্ঠু ও সুন্দরভাবেই সম্পন্ন হবে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন।

উল্লেখ্যঃ সর্বশেষ ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। এরপর ২০১৬ সালে তৎকালীন সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার পর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন ওই কমিটির সিনিয়র সহ—সভাপতি মো. নজিবুল ইসলাম।