সংবাদদাতা:
টেকনাফের শীর্ষ ডাকাত সেলিম পুলিশের হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৪মার্চ) বিকেলে উনছিপ্রাং তার ঘর থেকে আটক করে পুলিশ।
আটক ডাকাত সেলিম উনছিপ্রাং মৃত চফর মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক যাহেদ হোসেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ডাকাত সেলিম তার ঘরে অবস্থান করছে। তাখন তার ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, এই ডাকাত সেলিমের অপকর্মে বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে পা হারাতে হয়েছে। এই ঘটনায় মামলা হাওয়ায় আমার পরিবার ও আমি অনিরাপদ ও আতঙ্কে ছিলাম তার আটকের খবর শুনে আতঙ্ক কাটল।
তার আটকের খবর শুনে এলাকায় আতঙ্ক কেটেছে বলে জানান স্থানীয় সচেতন মহল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।