আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করো হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডে ধৃত কামালের বসত-বাড়িতে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করতে হয়।
আটককৃতরা হলেন – সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল মিয়া (প্রকাশ) লেডু (৩৭), একই এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোঃ আয়াছ (৩৫), একই ইউনিয়নের আলীর ডেইল এলাকার দিল মোহাম্মদের এর ছেলে জাফর (৩২), একই ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার দিল মোহাম্মদ দিলু মেম্বারের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), সাবরাং নয়া পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ ইমাম হোসেন (২৭)।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।