হ্যাপী করিম, মহেশখালী :
মুজিববর্ষের অঙ্গীকার, “বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে ‘বিশ্ব যক্ষ্মা দিবসে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস-২৪ মার্চ, ২০২২ উপলক্ষে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জনের হলরুমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা.শিব শেখর ভট্টাচার্য, এমওডিসি ডা.আবুল কাশেম এবং জুনিয়র কনসালটেন্ট বৃন্দ, মেডিকেল অফিসার গন ও মাঠ পর্যায়ে কর্মীগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
এসময় বক্তারা বলেন, তিন সপ্তাহের বেশি কাঁশি হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। পরীক্ষায় যক্ষ্মা ধরা পড়লে ভয়ের কিছু নেই। নিয়মিত ঔষধ সেবন করলে যক্ষ্মা ভালো হয়। যক্ষ্মা রোগীকে চিহ্নিত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা যাচ্ছে। সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানানো দরকার যে চিকিৎসার সুযোগ আছে বিনামূল্যে এবং রোগ নির্ণয় সুবিধাও রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, যক্ষ্মা নির্মূলে মাঠ পর্যায়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।