সিবিএন:

রান্নার রানী সিজন-১ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের ফাতেমা ইসলাম লাকী । গত ২০ মার্চ ঢাকা Imperial Hotel Management Training Institute এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৯৫/৯৭ রিসাইকেল বিন উদ্যোক্তাদের নিয়ে রান্নার রানী সিজন ১ শুরু হয়। প্রতিযোগীতায় অংশ নেন ২২ জন প্রতিযোগী।

এর মধ্যে  ১০ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে সুযোগ পান।  চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভাতের মোচা বানিয়ে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হন কক্সবাজারের ফাতেমা ইসলাম লাকী। তিনি কক্সবাজারের বইল্ল্যাপাড়ার মরহুম নুরুল ইসলামের কনিষ্ট কন্যা। তিনি আগে কক্সবাজার মহিলা অধিদপ্তর,রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার এয়ারপোর্টে চাকুরী করেছেন। বর্তমানে পুরাপুরি উদ্যোক্তা হিসেবে তার পেইজ বন্ধুতা নিয়ে আছেন।  উদোক্ত্যা হিসেবে ক্যাটারিং ও বুটিক্স নিয়ে কাজ করছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘জয়িতা’ হয়ে বিভাগীয় সম্মাননা লাভ করেন।

রান্নার রানী সিজন ১ এর প্রধান বিচারক ছিলেন  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হেড সেফ মোহাম্মদ আলী। বিচারক প্যানেলে ছিলেন মোহাম্মদ ফিরোজ (ইন্টারকন্টিনেন্টাল), আলমগীর শারিয়ার (ফোর সিজনস), পুষ্টিবিদ শারমিন আক্তার (বারডেম হাসপাতাল)।

অনুষ্ঠিত রান্না টোটাল ইভেন্ট স্পন্সর করেন NationTech ও হোটেল ইম্পেরিয়াল।