মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়িতে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ বর্ণাঢ্য আয়োজন উদযাপন করা হয়েছে। দিবসটি তোপধ্বনির মধ্য দিয়ে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,নাইক্ষ্যংছড়ি থানা, উপজেলা আওয়ামী লীগ,প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড সহ সরকারি- বেসরকারি সংস্থা পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়াও নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ,শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলাসহ দিনব্যাপী এক অনুষ্ঠান শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথি। দিবসের পৃথক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা,থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা,ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ জেড সেলিম,পার্বত্যমন্ত্রী’র প্রতিনিধি খাইরুল বাশার,বান্দরবান উপজেলা আ,লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সাধারন সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহান শাহ ভুইঁয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ,প্রাণী সম্পাদক (ভাঃ) কর্মকর্তা ছৈয়দ নুর,একটি ঘর একটি বাড়ি প্রকল্প অফিসার মোঃ মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদুর উল্লাহ বিদু,সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।