প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২২ উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ ২০২২ খ্রি. শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন সকাল ৮:৪৫ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিএনসিসি (সেনা ও নৌ) ক্যাডেট, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যদের সমন্বিত কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পর সকাল ৯:০০ টায় কলেজ শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ ও সকাল ৯:১৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পন করা হয়। কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯:৩০ টায় বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়। সকাল ৯:৩০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে, বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আইসিটি বিভাগের প্রভাষক মোঃ রাশেদুল কবির, গীতা থেকে পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উত্তম কান্তি দত্ত, ত্রিপিঠক থেকে পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়–য়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সামনে রেখে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্ষিক অন্তঃ ক্রীড়া কমিটি- ২০২২ এর আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুল আলম, কলেজের শিক্ষক পরিষদ স¤পাদক ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। এছাড়াও আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার।

আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কলেজ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রতিযোগিতামূলক ইভেন্টসমূহে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক সন্ধ্যা থেকে সারা রাতব্যাপী কলেজ ক্যাম্পাস আলোকসজ্জা করা হয়েছে। অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়।