কামাল শিশির, রামু:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রামুর ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকালে প্রথমে সংগঠনের ৮ নং ওর্য়াডের সভাপতি সাবেক মেম্বার মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন আহবায়ক সাংবাদিক কামাল শিশির, যুগ্ম আহবায়ক নুরুল আমিন সওদাগর, আকতার আহমদ সওদাগর, ৩ নং ওর্য়াড সভাপতি রেজাউল করিম রেজা, ৫ নং ওর্য়াড় সভাপতি ওসমান গনি, ২ নং ওর্য়াড় সভাপতি আবুল বশর,১ নং ওর্য়াড় সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক ডাক্তার সজল শর্মা, ৭ নং ওর্য়াড় সাধারণ সম্পাদক ইউপি সদস্য মিজানুর রহমান, ৪ নং ওর্য়াড় সভাপতি ডাক্তার ফিরোজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যত জানবে তত বেশি তারা দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য সন্তানদের দেশপ্রেম নিয়ে গড়ে তুলতে হবে।’
সন্ধ্যার পর ঈদগড় করলিয়ামুরা মাঠে ২ নং ওর্য়াড় সভাপতি বশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং ওর্য়াড় ইউপি সদস্য মুবিন আলম,৩ নং ইউপি সদস্য জসিম উদ্দিন, ৪ নং ওর্য়াড় ইউপি সদস্য বেলাল উদ্দিন, ৫ নং ওর্য়াড় ইউপি সদস্য মোঃ রুবেল, ৬ নং ইউপি সদস্য কামরুল আমিন, ৭ নং ওর্য়াড় ইউপি সদস্য মিজানুর রহমান, ৮ নং ওর্য়াড় ইউপি সদস্য সরওয়ার উদ্দিন ও ৯ নং ওর্য়াড় ইউপি সদস্য রুস্তম আলী।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।