মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

এবার চট্টগ্রাম, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত পৃথক কুচকাওয়াজ প্রতিযোগিতায় তারা হওয়ার গৌরব অর্জন করেন।

জানা যায়, শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ দলের কমান্ডার অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নাজিফা আক্তারের নেতৃত্বে বুদ্ধিদীপ্ত প্যারেড নৈপুণ্য মুগ্ধ করে স্টেডিয়ামে উপস্থিত দর্শককে। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই দিন বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে মাধ্যমিক গ্রুপে অংশ গ্রহণ করেন স্কুলটি শিক্ষার্থীরা। কবি গীতিকার ও শব্দ সৈনিক নঈম গওহরের লেখা ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ গানের সাথে তাল মিলিয়ে ডিসপ্লে প্রদর্শন করে স্কুলের ১৫৩জন শিক্ষার্থী। মনোমুগ্ধকর এ ডিসপ্লেতেও তারা অর্জন করে প্রথম স্থান। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সহ উর্ধ্বতন কমকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অপরদিকে লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের প্যারেড প্রতিযোগিতায় মাধ্যমিক গ্রুপে প্রথম হওয়ার পাশাপাশি ডিসপ্লেতেও প্রথম হয় এ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। এতে অংশ নেয় ১৭১ জন কোয়ান্টা শিক্ষার্থী। অনুপ্রেরণা সঙ্গীত ‘চলো এগিয়ে যাব বাঁধা মানি না’ ও চমৎকার কোরিওগ্রাফির সাথে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে মুগ্ধ করে হাজারো দর্শককে। এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেনম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার প্রমুূখ।

কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক সালেহ আহমেদ বলেন, এবারের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে তিনটি কুচকাওয়াজ, দুটি ডিসপ্লে পারফর্ম করে প্রতিটি দলই প্রথম স্থান অর্জন করে।