মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে একটি মসজিদ ও একটি মন্দিরে নগদ ২০ হাজার টাকা,মেধাবী শিক্ষার্থীদের ২টি বাইসাইকেল এছাড়াও হতদরিদ্র ১২ পরিবারের মাঝে ঢেউ টিন, সৌরবিদ্যুৎ ও খেলা প্রেমিদের খেলার আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন সদরে নগদ টসকাসহ এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন বলেন, শুরু থেকে ১১ বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং মানবিক সহায়তা দিয়ে আসছেন।
এর ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের আওতাধীন প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের অসহায় পাহাড়ি-বাঙ্গালিদের মাঝে মসজিদ,মন্দিরসহ শিক্ষা এবং খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুবেদার ওয়াহিদ,জোন জেসিও আব্দুল লতিফ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু সহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।