বার্তা পরিবেশক
রামুতে ধানক্ষেত নষ্ট করার একটি নিউজ আপনকন্ঠ, সিবিএনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রীকায় প্রকাশিত শিরোনামটি আমার দৃষ্টিগোচর হয়েছে।আবদুর রহমান পেটান সন্ত্রাসী প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে জায়গার আমাদের এমআর মামলা ১৬০৫/২১ আদালতের ১৪৪ দ্বারা নিষেধাজ্ঞা আছে। আমাদের বিরুদ্ধে ৬২/২১ বিএস সংশোধনী মামলার কোন নিষেধাজ্ঞা নেই। আদালতে সে বিষয়ে আমরা জবাবদিহি করেছি। সে পত্রিকায় এমআর যেটি মামলা উল্লেখ করেছে সে মামলার বাদি আমি। তার সাথে আমরা ছাড়া এলাকার একাধিক মানুষের সাথে শত্রুতা রয়েছে। আমি ও আমার পরিবারের কোন সদস্য ধানক্ষেত বিনষ্টে জড়িত নেই।
আমি স্পষ্ট করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এমন কাজটি আমরা করিনি। এছাড়া বিগত ইউপি নির্বাচনে হান্নান সিদ্দিকীর পক্ষে অবলম্বন করায় রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহআলম বর্তমানে আমাদের বিরোধিতা করছে।তারা রামু থানায় এজাহার করে আমাদের সন্দেহ করে ফাসানোর জন্য আসামী করেছে।ইতিপূর্বেও অনেক মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করেছে।প্রশাসনের কাছে অনুরোধ করব উক্ত ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার।আমরা এ ঘটনায় জড়িত নাই।আমরা অসহায় ও নিরীহ বলে আমাদের ফাসানোর চেষ্টা করছে।আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
আবুল কালাম আজাদ।
পিতা: মৃত আবদুল আজীজ।
সাং-৫নং ওয়ার্ড কাদামরপাড়া,রশিদনগর।