সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের স্বনামধন্য হিফয শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, দারুল আরক্বম মহিলা হিফজ মাদরাসার ৪র্থ দস্তারবন্দী অনুষ্ঠান ও বার্ষিক অভিভাবক সম্মেলন সম্পন্ন হয়েছে।
২৮ মার্চ শহরের লাবনী পয়েন্ট হোটেল মিশুক কনফারেন্স রুমে সকাল ১০ টা হতে আরম্ভ হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে হাফেজ মাওলানা শাহরিয়ার আসিফের পরিচালনায় সর্বপ্রথম শুরু হয় ছাত্র/ছাত্রীদের তিলাওয়াত, সংগীতসহ নানা প্রোগ্রাম।
এর পর বিশিষ্ট ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদের তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক অভিভাবক সম্মেলন হয়।
প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী উদ্বোধনী বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের পড়ালেখার রিপোর্ট এবং আগামীদিনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অভিভাকদের মধ্যে মতামত প্রদান করেন, মাওলানা হাফেজ সিরাজুল হক, শামসুল আলম, মাওলানা বদিউল আলম।
বিশেষ অতিথির আলোচনা পেশ করেন বিশিষ্ট লেখক ও আলেমেদ্বীন মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) ঢাকা।
মেহমান অভিভাবক/অভিভাবিকাদে উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লিখক, গবেষক, বরেন্য রাজনীতিবিদ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব ড.আহমদ আবদুল কাদের।
এরপর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের।
দুপুরের খাবারের বিরতীর পর শুরু হয় হিফজ সমাপ্তকারী ছাত্র ছাত্রীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান।
সম্মানিত মেহমানবৃন্দ ৮ জন শিক্ষার্থী এবং ৬ জন মহিলা হাফেজাকে দস্তারে ফজিলত প্রদান করেন।
সনদ ও পুরস্কার বিতরণ সমাপ্ত করেন, হিফজ রিভিশন বিভাগের ১৪ জন শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
এ কুরআনিক প্রোগ্রামে নসীহত করেন আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ার বিশিষ্ট মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী শামসুদ্দিন জিয়া, প্রফেসর ড.আহমদ আবদুল কাদের, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নুরুল আলম আল মামুন, মাওলানা আবু মুসা, এনাম সাহেব, মাওলানা নুরুল্লাহ জিহাদি, উস্তাজুল হুফফাজ মাওলানা হাফেজ জাফর আলম, মাওলানা ক্বারী নুরুল আলম, এডভোকেট হাফেজ রিদওয়ানুল কাবীর।
অনুষ্ঠান শুরুতে তিলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী মাওলানা হুমায়ুন রশীদ ও ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ।
দস্তারে ফজিলত অনুষ্ঠান শেষে মুনাজাত করেন উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা মুফতী শামসুদ্দিন জিয়া।
মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী দস্তারবন্দী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ এবং অভিভাবকদেরকে কুরআন দিয়ে সম্মানিত করেন।
প্রায় সাড়ে তিনশত হাফেজ/হাফেজা, সুধী, অভিভাবক ও অভিভাবিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।