জাহাঙ্গীর শামস:
রাম উপজেলার কাউয়ারখোপের ইউনিয়নের প্রবীন আলেমে দ্বীন চাকমার কুল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা আবুল কাসেম ( রঃ) (৬৫) ইন্তেকাল করেছেন।

৩০ মার্চ বুধবার সকাল ১১ টায় তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।  তিনি স্ত্রী ৩ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

হাজারো আলেমের শিক্ষক প্রবীন এই আলেমে দ্বীনের মৃত্যুতে কাউয়ারখোপ ইউনিয়নের আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি পেশাগত জীবনে তিনি চাকমারকুল দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন।  কাউয়ারখোপ তজবীদুল কোরান মুহতামিমের দায়ীত্ব পালন করেন।  এছাড়া মুত্যুর আগ পর্যন্ত তিনি উখিয়ারঘোনা লামার দারুল উলুম মাদ্রাসার ছদরে মুহতামিমের দায়ীত্বে ছিলেন।