এম.এ আজিজ রাসেল :
আজ ৩১ মার্চ বহুল প্রত্যাশিত কক্সবাজার জেলা খেলাঘরের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহা—পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্রধান আলোচক থাকবেন কেন্দ্রীয় খেলাঘরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক রেজাউল কবির। স্বাগত বক্তব্য জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জাহেদ সরওয়ার সোহেল ও সঞ্চালনা করবেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।

এদিকে সম্মেলন ঘিরে প্রাণ চাঞ্চলতা ফিরেছে সাংস্কৃতিক অঙ্গনে। সাংস্কৃতিক কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের বর্ণিল আবহ। সবার প্রত্যাশা নতুন নেতৃত্বে খেলাঘর ও সাংস্কৃতিককর্মীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন বলেন, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সম্মেলনে প্রগতিশীল চিন্তার মানুষের মিলনমেলা ঘটবে।

জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। আশা করছি নতুন নেতৃত্ব খেলাঘরের পথচলায় আরও সমৃদ্ধি বয়ে আনবে।