আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে শনিবার (২ এপ্রিল) উচ্চ পর্যায়ের একটি মেডিকেল টীম বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন লামা ও আলীকদম উপজেলার দুঃস্থ জনসাধারণকে। লামা বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি এই মেডিকেল টীম চিকিৎসা সেবা দিবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ এই চিকিৎসা সেবায় অংশ নিচ্ছেন।

জানা গেছে, আলীকদম সেনা জোন স্থানীয় দুঃস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা যে সমস্ত ট্রিটমেন্ট করবেন তা হলো- চোখের সমস্যা, নাক কান গলা, হূদরোগ ও বক্ষব্যাধী, লিভার, কিডনি, চর্ম ও যৌন রোগ, শিশু বিভাগ, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন প্রভৃতি।

এছাড়াও যে সমস্ত টেস্ট করা হবে তার মধ্যে রয়েছে- ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট ও ইসিজি আলট্রাসনোগ্রাফি।