চকরিয়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও আলোড়ন সৃষ্টিকারী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত: হোস্টেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।
১এপ্রিল বিকাল ৩ টায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরী বনাম বাঁকখালী দল। নির্ধারিত সময়ে দুইদল ১-১ গোলে সমতা থাকলেও ট্রাইব্রেকারে বাঁকখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
প্রধান আলোচক ছিলেন কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের।
হোস্টেল সুপার শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার, ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, সাংবাদিক মো. মনছুর আলম, সাইফুল কাদের সোহেল, মাষ্টার আবু সোয়াইব, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনছারুল করিম, শিক্ষক প্রতিনিধি জাইদুল হক ও এম. রিদুয়ানুল হক, শিক্ষক শাহ আলম প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ট্রফি নির্বাচিত হয়েছে আতিকুর রহমান রাফি, সেরা গোলদাতা ফয়সাল আহমদ বাবু, সেরা গোল রক্ষক নূরে তামজিদ অমি, সেরা খেলোয়াড় সিরাজুল মোস্তফা সাগর।
উল্লেখ্য, চ.কো.বি আন্ত: হোস্টেল ফুটবল টূর্ণামেন্ট ছয়টি দল নিয়ে লীগ পদ্ধতিতে গত ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে শুভ উদ্বোধন হয়েছিল। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়নের ধারাবাহিতা রক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও অভ্যন্তরীণ ফুটবল নিয়ে এ টুর্ণামেন্ট আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাটাখালী নূরিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবু নোমান। সার্বিক তত্বাবধানে ছিলেন মো: শহীদুল ইসলাম।