এম আবু হেনা সাগর,ঈদগাঁও:
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে স্বাধীনতা কবিতা উৎসবে কবি-সাহিত্যিক দের মিলন মেলায় পরিণত হয়ে পড়ে। দেউটি স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয় বণার্ঢ্য পরিসরে।
১লা এপ্রিল শুক্রবার সম্মিলিত নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো পরিসরে অনুষ্ঠিত হল স্বাধীনতা কবিতা উৎসব। সন্ধ্যায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন ঘোষনা করলেন বাংলা একাডেমির মহা পরিচালক ঈদগাঁওর কৃতি সন্তান কবি মুহম্মদ নূরুল হুদা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তির ত্রিকাল সম্মিলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক ফোরাম সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখে,সাধারন সম্পাদক কাফি আনোয়ার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ফোরকান আহমেদ, প্রকৌশলী বদিউল আলম, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো: আবু তালেব, এডভোকেট একরামুল হুদা,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত।
সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক আজাদ মনছুরের পরিচালনায় অন্যদের মাঝে অংশ নেন-কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, নুরুল ইসলাম, কবি রুহুল কাদের বাবুল, অধ্যাপক সিরাজুল হক সিরাজ,কবি সোহেল ইকবাল,কবি হুমায়ুন সিদ্দিকী, মনজুর আলম,মনির ইউসুফ, কবি আবুল মঞ্জুর,কবি নিলয় মাহমুদ, জসিম উদ্দিন মিজান মনির, এরশাদুর রহমান,জাহাঙ্গীর মোহাম্মদ ও কানিজ ফাতেমাসহ অনেকে।
একইদিন সকালে ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বর্ণিল উৎসবে জেলার বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিকদের উপস্থিতি লক্ষ্যনীয়। সুদুর ময়মং সিংহ থেকে এসে চমৎকার কবিতা পাঠ করলেন এক নারী কবি।
আয়োজক কমিটির পক্ষে সেলিম রেজা,নুরুল আলম,আবছার কামাল,জয়নাল আবেদীন, এম আবু হেনা সাগর, এডভোকেট জুলকার নাইন জিল্লু,সাইফুল ইসলাম,গিয়াস উদ্দিন রবিন,কুতুব রানাসহ আরো অনেকে।
এতে উপস্থিত ছিলেন,কক্সবাজার সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক তারেক আজিজ,ইসলামাবাদ ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,রামুর সাংবা দিক সোয়েব সাঈদ,যুবলীগ নেতা মিজানুল হক, রাশেল উদ্দিন রাশেদ, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম,ছৈয়দ মোহাম্মদ তামিম, সোহেল মাহমুদ রুহান।
উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠকে অপরুপ সাজে সাজানো হয়েছে। মাঠের চারপাশ জুড়ে কবি ও সাহিত্যিকদের ছবি সম্বলিত বিলবোর্ড ও দেয়াল আল্পনায় ছেয়ে গেছে। স্বাধীনতার কবিতা পাঠ, দেউটি স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে আগত কবি-সাহিত্যিকদের মাঝে ব্যাগ,বেইচ,কার্ড,ম্যাগাজিন এবং উত্তরীয় প্রদান করা হয়।
রামুর মিউজিক ইনস্টিটিউটের নারী শিল্পীদের গানের তালে তালে নৃত্য নজর কেটেছে উপস্থিত দর্শকদের মাঝে। নারী শিল্পী বুলবুল আক্তারসহ অনেকে গান পরিবেশন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।