সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বেলুন উড়িয়ে এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান। এই সময় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়–য়া অপু ও ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসীম উদ্দিন। হারুনুর অর রশীদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, হারুনুর রশীদ, আম্পায়ার রিজওয়ান পারভেজ, রিয়াজ উদ্দিন সাজ্জাদ, ম্যাচ ম্যানেজার কায়সার ফারুক, কিউরেটর মুস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচে মোকাবেলা করে শরীয়তপুর জেলা ও গাইবান্ধা জেলা। এতে শরীয়তপুর ১৪২ রানের জয়লাভ করে। শরীয়তপুর জেলা প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসান কবির ৬১ রান ও মাহিদুল ইসলাম ২৬ রান করে। গাইবান্ধার শিহাব ৪টি, কাইসার ও মনির ২টি করে উইকেট লাভ করেন। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে গাইবান্ধা মাত্র ২৩ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায়। আহমেদুল কবির ১৫ রান শিহাব প্রধান ১১ রান ছাড়া আর কেউ দুই অংকের রানের দেখা পাননি। শরীতপুরের নিহাদ হাসান ৬ রান দিয়ে ৫টি, জাকির ও মনির ২টি করে উইকেট সংগ্রহ করে। রোববার দ্বিতীয় ম্যাচে একই মাঠে শেরপুর ও চুয়াডাঙ্গা মুখোমুখি হবে।