আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ বন বিভাগের নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলমের দিক নির্দেশনায় উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান চালিয়ে বালি ভর্তি ৩টি ডাম্পার গাড়ী আটক করা হয়েছে।
এই অভিযানের নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম সরকার।
তিনি জানান,রবিবার (৩এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগ কার্যালয়ের একটি দল অভিযানে যান। পরে সেখানে অবৈধভাবে পাহাড় কেটে বালি ভর্তি ডাম্পারগুলি আটক করা হয়। গাড়ীর মালিক ও ডাম্পারের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম জানান, অবৈধভাবে পাহাড় কেটে সাবাড় করে ফেলা হচ্ছে। পাহাড় কেটে বালি ভর্তি ৩টি আটক করে মামলা দেয়া হয়েছে।
তিনি আরো জানান,বন বিভাগের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের অভিযান চলমান থাকবে।