আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে রবিবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন! সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম এমনটা জানতে পেরেছে বলে দাবি করেছে।

রবিবার রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম জানায়- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের খবর এমন এক সময়ে এসেছে যখন দেশটিতে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি ৩৬ ঘন্টার দীর্ঘ-কারফিউ চলা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এর আগে রবিবার, শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল ‘এসজেবি’ এর আইনপ্রণেতারা দেশটিতে রাজাপাকসের বিধিনিষেধ আরোপের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।