সংবাদ বিজ্ঞপ্তি :
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সমুদ্রনগরী কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (০৩ মার্চ) সকল উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি নোমান পারভেজ শাহ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিরাছ উদ্দীন এই কমিটি গঠন করেন।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদিক ও সাধারণ সম্পাদক মনোনীত হন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরফাতুল ইসলাম।
সভাপতি সালমান সাদিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কক্সবাজার জেলার সকল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা এখন আমাদের দায়বদ্ধতা। দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো।”
সাধারণ সম্পাদক মো. আরফাতুল ইসলাম বলেন, ” সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা নতুন নতুন শিক্ষার্থী বান্ধব উদ্যোগ গ্রহণ করবো।”
এর আগে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে গত ১৮ মার্চ অনুষ্ঠিত কার্যনিবাহী কমিটির মিটিংয়ে অধিকাংশের মতামত এ পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। তারপরে গত ২৬ মার্চ পদপ্রার্থীদের মিটিংয়ে সকলে উপদেষ্টা ও সদ্য সাবেকদের মতামতে নতুন কমিটি গঠন করার পক্ষে অধিকাংশ মতদেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।