সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্টস ফোরাম’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রাতে সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন, সেলিম উল্লাহ সুজন, রাশেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন শিশির, আবসার হাসান রানা, মুনতাসির, মানিক, নাজমুস সাকিব, শহিদ আসাদ, মোহাম্মদ উল্লাহ রিয়াদ, আতিকুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী এই বছরের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগের শিক্ষার্থী রাসেল রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাইমুন ইসলাম বাপ্পি। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হলেন আশরাফুল ইসলাম সাকিব, ইমরান হোসেন শাকিল, নুসরাত আখিঁ, আব্দুর রহমান আরিয়ান; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ওবাইদ বিন হক, কাশেম সিকদার, আব্দুল হান্নান; সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন সাকিব, সোবাইদুল ইসলাম, নুরুল আমিন; দপ্তর সম্পাদক হলেন মোহাম্মদ শওকত।

সংগঠনের সভাপতি রাসেল রহমান বলেন, ‘আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পন করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।