মহেশখালীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিদের বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। মৃত্যুকালে সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ঘাতকরা জাতির জনকের পরিবারকে নেতৃত্ব শূন্য করতেই মুলত শিশু রাসেলকেও হত্যা করে। ঘাতকদের সামনে প্রাণ রক্ষার জন্য শিশু রাসেলের আকুতি শোনেনি খুনিরা। বঙ্গবন্ধু ও তাঁর শিশুপুত্র শেখ রাসেলের দন্ডপ্রাপ্ত খুনিরা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। এসব দন্ডপ্রাপ্ত পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা এখন সময়ের দাবি। জাতি এই নরপিচাসদের ফাঁিস কার্যকর চায়। তিনি গতকাল বেলা ১১টায় শেখ রাসেল এর ৫৮তম জন্মদিবস উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সকাল ১০টায় তিনি জাতির জনক ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন। এছড়া শিশুদের নিয়ে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিনের কেক কেটে জন্ম বার্ষিকী উদ্বোধন করেন। পরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন ইলাহীর কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক এহছানুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী পৌর সভার মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মাস্টার লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান এডঃ শেখ কামাল,কাউন্সিলর প্রণব কুমার দে, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষযক সম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক নবীর হোসেন ভুট্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, সদস্য মোস্তাক আহমদ তালুকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বড় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাশি, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবাদুল করিম বাদল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ বাদশা, সাহেল মোঃ আশেক ও কায়সার জাহাঙ্গীর।