শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আলী হাসান তানিম নামে (১৬ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল ) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার মোহাম্মদ সাগরের পুত্র।

পরিবার জানান, সকালে খেলতে খেলতে সবার অজান্তে আলী হাসান তানিম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে। পরে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।