মোঃ আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজার টেকনাফের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত কাছিম। বুধবার (০৬ এপ্রিল) বিকেলে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ঘাটে কাছিমের মৃতদেহটি স্থানীয়দের চোখে পড়ে। মৃত কাছিমটি পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।
টেকনাফ স্কলার্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ নোমান যায়যায়দিন কে জানান, সৈকতে মৃত কাছিম পড়ে থাকতে দেখে বিকেলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার জন্য যাতে করে সংসিলিষ্ট কতৃপক্ষের নজরে আসে। উক্ত কাছির থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
তবে পরিবেশবাদী মহল ধারণা করছে, জেলেরা মাছ ধরার সময় জালে আটকা পড়ে অথবা সমুদ্রের পানি বিষাক্ত, জাহাজের জ্বালানি বর্জ্য দূষিত হয়ে উপকূলে এসে কাছিমের মৃত্যু হতে পারে। তারা কাছিমের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট মহলকে উদঘাটন করার দাবী জানিয়েছেন।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার যায়যায়দিন জানান, মৃত কাছিমের বিষয়ে সবে মাত্র অবগত হয়েছি। উর্ধতন কতৃপক্ষের নিকট যোগাযোগ করে মৃত কাছিমটি মাটিতে পুঁতে ফেলা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।