মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন কক্সবাজারের কৃতিসন্তান শফিউল আজিম (৬৩৬৫)। গত ৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ১৯৮ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের শফিউল আজিম সহ ৯১ জন বিসিএস ক্যাডারের কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া শফিউল আজিম বর্তমানে মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি ও সেবা অধিশাখা) এবং একই বিভাগের আইন অনুবিভাগের যুগ্মসচিব এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

কক্সবাজারবাসীর গর্বের ধন শফিউল আজিম ১৫ তম বিসিএস ক্যাডার এর একজন কৃতি সদস্য। ২০১৯ সালের ১০ অক্টোবর থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডার ১৫তম ব্যাচের নির্বাচিত সভাপতি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন দৃঢ় আত্মপ্রত্যয়ী অতিরিক্ত সচিব শফিউল আজিম।

১৫ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবগণ শুক্রবার ৮ এপ্রিল ব্যাচের সভাপতি শফিউল আজিম এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাচের কোষাধ্যক্ষ এম এ এইচ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ ১৫ তম ব্যাচের ৫০ জন অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব শফিউল আজিম এর সংক্ষিপ্ত জীবনীঃ

কক্সবাজারের কৃতি সন্তান, কক্সবাজার পৌরসভার পূর্ব-দক্ষিণ টেকপাড়ার মরহুম ডাঃ আজিম উদ্দিন আহমেদ ও সালেহা আজিমের সন্তান শফিউল আজিম ১৯৬৭ সালের ১৮ নভেম্বর কক্সবাজার শহরের পূর্ব টেকপাড়ায় এক ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারে জম্মগ্রহন করেন। ৭ ভাই, ৭ বোনের মধ্যে শফিউল আজিম ভাইদের মাঝে ষষ্ঠ। কক্সবাজারের অহংকার শফিউল আজিম ১৯৮৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৭ সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে কৃতিত্বের সাথে এইসএসসি এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪ সালে আইন বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন কৃতিত্বের সাথে। এরপর ১৯৯৫ সালে শফিউল আজিম ১৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের সবচেয়ে বুনিয়াদি ও সিদ্ধান্ত গ্রহনকারী ক্যাডার হিসাবে পরিচিত বিসিএস (প্রশাসন) এর সরকারি চাকুরীতে যোগ দেন। চাকুরীজীবনের শুরুতে তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান। অত্যন্ত মেধাবী ও চৌকষ কর্মকর্তা শফিউল আজিম কুমিল্লা জেলা প্রশাসনে সহকারী সচিব ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট হিসাবে সততা ও নিষ্ঠার সাথে ৪ বছর দায়িত্ব পালন করেন। তৎকালীন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও গীতি আরা সাফিয়ার একান্ত সচিব (উপসচিব), সাবেক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের একান্ত সচিব (উপসচিব) হিসাবে দীর্ঘ ৫ বছর দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

বিস্ময়কর প্রতিভাসম্পন্ন শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ পরিচালক ছিলেন। এরপর তিনি কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে ও ব্রুনাই এর দারুস সালামে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসাবে দু’টি দেশে দায়িত্ব পালন করে রাষ্ট্র ও উভয় দেশের প্রবাসীদের কাছে প্রশংসিত হন। শফিউল আজিম উপসচিব হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করার আগ পর্যন্ত শফিউল আজিম সর্বশেষ মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি ও সেবা অধিশাখা) এবং একইসাথে একই বিভাগের আইন অনুবিভাগের যুগ্মসচিব এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সুনামের সাথে। একজন গতিশীল ও মেধাবী কর্মকর্তা হিসাবে শফিউল আজিমের সুনাম রয়েছে জনপ্রশাসনের সর্বত্র। শফিউল আজিম জনপ্রশাসন বিষয়ে বিদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিষয়ে বিদেশ থেকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন অনেকবার।

কক্সবাজারবাসীর গৌরব শফিউল আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স মাষ্টার্স করা আয়েশা আলী’কে ১৯৯৭ সালে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন। আয়েশা আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসাবে কর্মরত রয়েছেন। শফিউল আজিম-এডভোকেট আয়েশা আলী দম্পতি নাহরীন তাজরী নামক একমাত্র কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী। নাহরীন তাজরী লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ-এর এলএলবি অনার্স শেষ বর্ষের ছাত্রী।

এদিকে, সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ার পর শফিউল আজিম তাঁর প্রতিক্রিয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শফিউল আজিম তাঁর উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

অভিনন্দনঃ
নির্লোভ, নিরহংকার, অমায়িক, স্বজ্জন, কক্সবাজার শহরের টেকপাড়ার সন্তান শফিউল আজিম সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করায় টেকপাড়া সোসাইটি’র সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ, সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উল্লাহ মিয়া ভাই, সাংগঠনিক সম্পাদক ফয়সালুল আলম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমদ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক অভিনন্দন বার্তায় টেকপাড়া সোসাইটির নেতৃবৃন্দ ও আইনজীবী নেতা জিয়া উদ্দিন আহমদ ঐতিহ্যবাহী বুনিয়াদি এলাকা টেকপাড়ার কৃতিসন্তান শফিউল আজিম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে শুধু বৃহত্তর টেকপাড়াবাসীর নয়, পুরো কক্সবাজার জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। নেতৃবৃন্দ শফিউল আজিম’র উত্তরোত্তর সফলতা ও কল্যাণ কামনা করেন।