সিবিএন: কক্সবাজার পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম মুছা খালেদের পিতা সিকদার পাড়ার প্রবীণ মুরুব্বি আলহাজ্ব হযরত মৌলানা ফরিদুল আলম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ ১০ এপ্রিল সকাল সাড়ে নয়টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ব্রেইন স্ট্রোক জনিত কারণে ৯ এপ্রিল রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী , ২ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন।

এই আলেমে দ্বীন ইসলামীয়া বালিকা মাদ্রাসার প্রতিষ্টাতা সুপারিন্টেন্ডেন্ট, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাহিত্যকাপল্লী দারুল আমান একাডেমির প্রধান পরিচালক, সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে , আজ বাদে আসর সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।