এস.এম.জুবাইদ,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া থানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে কক্সবাজারের পেকুয়া থানার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সরাসরি অনুষ্টানটি প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, পুলিশ পরিদর্শক তদন্ত কানন সরকার, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, পেকুয়া থানার এস আই মোজাম্মেল হোছাইন, এ এস আই পলি রানি, পেকুয়া বাজার সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস ও থানার কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যসহ স্কুলের শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।