আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি রোহিঙ্গা
ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও ২টি অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নং আলীখালি ক্যাম্প এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ও ২টি অস্ত্রসহ এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,হ্নীলা আলীখালি এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্পের ডি/৩ ব্লক এলাকা হতে স্থানীয় ডাকাত জয়নাল হোসেন (২১), পিতা-রুস্তম আলী, সাং-জালিয়া পাড়া, শাহপরীর দ্বীপ, টেকনাফ, বর্তমানে-আলীখালি রোহিঙ্গা ক্যাম্প’কে আটক করে এবং তার হেফাজত থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে রোহিঙ্গা ডাকাত মাহমুদ নুর (২৪), পিতা-মোহাম্মদ নবি, ব্লক-ডি/৩ এর ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও আরও ৮শ পিস ইয়াবা উদ্ধার করে এপিবিএন পুলিশ। সে স্থানীয় বুলু ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্রসহ আটক ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।