বার্তা পরিবেশক:
টেকনাফের হ্নীলার মৌলভীবাজারে বসতবাড়ি ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় হ্নীলার ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য বেলাল ও সরওয়ার কামালের নেতৃত্বে সৌদি প্রবাসী মোঃ জাকারিয়ার ৩ শতক জমির ওপর নির্মিত বসতবাড়ি ও সীমানা প্রাচীর ভাঙ্চুর করে জোরপূর্বক দখলে নিয়েছে। এসময় বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে বসতজমির মূল মালিক জাকারিয়া বলেন, “আমার ভাগিনা ছৈয়দ করিম আমার বসতবাড়িতে ভাড়া থাকতেন। আমার ভাগিনা রাতে তারাবীর নামাজ পড়তে মসজিদে গেলে সেই সময় অতর্কিতভাবে বসতবাড়িতে প্রবেশ করে বেলাল মেম্বার ও সরওয়ার কামালের নেতৃত্বে একাধিক দেশীয় অস্ত্রধারী আমার বাড়ি ভাঙ্চুর করে জিনিসপত্র লুটপাট করে।

আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং আমার বসতবাড়ি ফেরত চাই।

এবিষয়ে জমি দখলকারী ইউপি সদস্য বেলাল ও সরওয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে অসঙ্গতি প্রকাশ করেন।

ইতোমধ্যে জমির মূল মালিক জাকারিয়া ভূমিদস্যুতার কারণ দেখিয়ে সরওয়ার কামাল ও বেলাল মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।