প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর উদ্যোগে ইকুইটি কনফারেন্স শহরের আলীরজাহালস্থ সায়মুন সংসদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্র, দায়বদ্ধ শাসনব্যবস্থা, জেন্ডার সমতা, সামাজিক শান্তি, খাদ্য ও জীবন-জীবিকার নিরাপত্তা, গণঅধিকার, আঞ্চলিক ও নায্যতা-উন্নয়ন এবং সমকালীন আন্দোলন ভাবনা আধিপত্য বিষয়ক নিয়ে অনুষ্ঠিত হয়।
সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(তৃণমূল) রুহুল আমিন এর সঞ্চালনায় এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বাপা কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আবুল মনসুর, কক্সবাজার নিউজ.কম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সিএইচআরডিএফ প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন, তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার প্রভাষক আজিজুল ইসলাম।
বাপা কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, প্রকৃত উন্নয়ন করতে হলে পরোক্ষ করের বোঝা কমিয়ে প্রত্যক্ষ করের নায্যতা নিশ্চিত করতে হবে। এতে ধনী-দরিদ্রের মধ্যে কর সমতা ফিরে আসবে। এতে অর্থনীতির চাকা সচল হয়ে দেশের উন্নয়ন ত্বরাম্বিত হবে।
কক্সবাজার পৌরসভার কাউন্সিলর এম এ মনসুর তিনি বলেন, নায্যতা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ৪৫টি জেলায় সুপ্র কাজ করতে হবে । সক্ষম করদাতা চিহ্নিত করে করের আওতা বৃদ্ধিকরে রাষ্টের উন্নয়ন সাম্যতা ও নায্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা , জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
জেন্ডার সমতা নিয়ে অগ্রযাত্রা’র সভাপতি নীলিমা আক্তার চৌধুরী বলেন, পরিবার, সমাজ, ও প্রতিষ্ঠানের সহযোগী পুরুষদের চিন্তা, চেতনা এবং মানসিকতার পরিবর্তন। পুরুষের প্রচলিত ধ্যান-ধারণার পরিবর্তন ঘটিয়ে নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, সম-মর্যাদা ও সম-মূল্যায়নের মাধ্যমেই একজন পুরুষ পারে যৌন নিপীড়নের ক্ষেত্রে বাংলাদেশে অতি নীরবতার যে সংস্কৃতি ও মূল্যবোধ এবং চর্চা তার চিত্র পাল্টাতে।
কক্সবাজার সিটি কলেজ’র প্রভাষক জসিম উদ্দিন চৌধুরী তিনি বলেন, মানুষ যদি শুধু নিজেদের লোভের লাগাম টেনে ধরে; অসীম ভোগ-বিলাসের স্বপ্নে না মেতে প্রকৃতি সমন্বিত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলে, তবেই এক দিন সমগ্র প্রাণের প্রতি নায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ইকুইটি কনফারেন্স’র সভাপতির বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন, আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দরকার। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চা করতে হবে।
তিনি আরো বলেন, করোনায় মানুষের আয় ও ভোগ কমেছে। বেকারত্ব, পুষ্টিহীনতা, স্কুল থেকে ঝরে পড়া ও সামাজিক অস্থিরতা বেড়েছে। সামগ্রিকভাবে বৈষম্য বেড়েছে। এ অবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের ব্যয় বাড়াতে হবে। এ জন্য সম্প্রসারণমূলক বাজেট দরকার। ঋণ করে অর্থাৎ বাজেটের ঘাটতি বাড়িয়ে ব্যয় করলেও সমস্যা হবে না।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(সমন্বয়) আয়োজক কমিটির আহবায়ক আব্দুল মান্নান,
বক্তব্য রাখেন কুতুবদিয়া সার্কেল ডেপুটি কো-অর্ডিনেটর আবু সালেহ, সহকারী সম্পাদক(প্রচার) নাসির উদ্দীন সোহেল, সিলেট সার্কেল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মুবিন নোমান,কক্সবাজার সিটি কলেজ কো-অর্ডিনেটর আতিকুর রহমান, ছোট মহেশখালী ফোরামের সমন্বয়ক আব্দুল রাশেদ প্রমুখ
এতে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর এসিস্ট্যান্ট প্রিন্সিপাল সেক্রেটারি জিহাদুল ইসলাম, আউট রাইটের সমন্বয়ক হুমায়ুন করিব,ঈদগাঁ সার্কেল কো-অর্ডিনেটর আনোয়ার পারভেজ,রামু কলেজ এর কো-অর্ডিনেটর মঈন উদ্দিন, চৌফলদন্ডী কো-অর্ডিনেটর তুফায়েল আহমদ, চৌফলদন্ডী ফোরামের সদস্য জিফাত উদ্দিন,পিয়ম খালী ফোরামের লোকমান হাকিম, ইসলামপুর ফোরামের সমন্বয়ক মোবারক হোসেন, ছোট মহেশখালী ফোরামের সদস্য বরিউল আলম, মহেশখালী পৌরসভা ফোরামের সদস্য শাহ্ পরান করিম, আশরাফুল হামিদ, চৌফলদন্ডী ফোরামের সদস্য আব্দুল মনির নাবিল শাহ, ব্যবস্থাপনা সম্পাদক রায়হান চৌধুরী, কুতুবদিয়ার আলী আকবর ডেইল ফোরামের ব্যবস্থাপক মোহাম্মদ রিপন আযাদ, এক্সিকিউটিভ মেম্বার সৈকত, রিদুয়ানুর রহমান, আশরাফুল সিদ্দিকী,ওমর ফারুক শাকিল, ইব্রাহিম, মোর্শেদ আলম, মোঃ নজিবুল হক, হাফেজ মোঃ মিজানুর রহমান, আরিফুর হক, রায়হান চৌধুরী, ফয়েজুল ইসলাম প্রমুখ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।