দেলওয়ার হোছাইন, পেকুয়া:
সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়াতেও পুলিশের উদ্যোগে নির্মিত ঘর পেলেন উজানটিয়া ইউনিয়নের হত দরিদ্র আব্দু শুক্কুর নামের এক গৃহহীন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এই ঘর উপকারভোগীর হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন চকরিয়া সার্কেল তৌফিকুল আলম ও পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী পিপিএম।
মঙ্গলবার (১২ এপ্রিল) ২টায় হত দরিদ্র আব্দু শুক্করের কাছে নির্মিত ঘর বুজিয়ে দেয়া হয়।
এতেউপস্থিতি ছিলেন,চকরিয়া-পেকুয়ার সার্কেল তৌফিকুল আলম, পেকুয়া থানা অফিসার ইনর্চাজ শেখ মোহাম্মদ আলী উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম।
এসময় উপস্থিত গণমাধ্যম কর্মিদেও চকরিয়া-পেকুয়ার সার্কেল তৌফিকুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টারের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফেরা সিঙ্গাপাড়া এলাকার ২ শতক জমি পুলিশের পক্ষ থেকে কিনে ওই এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র আব্দু শুক্কুর কে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে পেকুয়া থানা পুলিশ। সেই জমিতে দুইটি বেড রুম, একটি বারান্দা, রান্নাঘরসহ নির্মাণ করে আধাপাকা বাড়ি। বিদ্যুৎ সংযোগ প্রদানসহ বৈদ্যুতিক পাখা, বাতি লাগানো হয়। ঘরের পাশে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করা হয়। এছাড়া বসানো হয়েছে একটি সুপেয় পানির টিউবয়েল।
এদিকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী-পিপিএম বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ নিজেদের দায়িত্ববোধ থেকে মানবিক কাজও করে তার প্রমাণ জায়গা ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়া। সারাদেশের মতো পেকুয়া থানা পুলিশের পক্ষ থেকেও উজানটিয়া ইউনিয়নের আব্দু শুক্কুর নামের এক গৃহহীন ব্যক্তিকে ঘর দেয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।