প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র ও নীতি বিরোধী কার্যকলাপের পাশাপাশি বিগত ৭ এপ্রিল কক্সবাজার সদর উপজেলাধীন পি.এম.খালীর আলোচিত মোরশেদ আলী হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন-কে স্ব-স্ব পদবী হতে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পি.এম. খালী ইউনিয়ন শাখার সভাপতি আরিফ-কেও ইউনিয়ন যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

যেহেতু পি.এম.খালী ইউনিয়ন কমিটি পূর্নাঙ্গ অনুমোদিত নাই, সেহেতু ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আজ ১২ এপ্রিল (মঙ্গলবার) কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল- স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।